ফোনের গতি বাড়াতে:*
– *Settings > About phone > Build number* এ ৭ বার ট্যাপ করে Developer Mode চালু করুন।
– তারপর *Developer options > Window/Transition animation scale* কমিয়ে দিন।
→ এতে ফোন দ্রুত চলবে।
*২. ব্যাটারি ব্যাকআপ বাড়াতে:*
– Dark mode ব্যবহার করুন।
– *Settings > Battery > Battery saver* চালু করুন।
– Background এ চলা অ্যাপগুলো বন্ধ করুন।
*৩. লুকানো গেম আনলক করুন:*
– *Settings > About phone > Android version* এ ট্যাপ করুন বারবার।
→ অ্যান্ড্রয়েড ভার্সন অনুযায়ী লুকানো গেম খুলবে।
*৪. স্ক্রিন রেকর্ডার ব্যবহার করুন (অ্যাপ ছাড়া):*
– Notification bar নিচে নামান → *Screen Recorder* অপশন চালু করুন।
→ Android 11 বা নতুন ভার্সনে থাকবে।
*৫. স্টোরেজ খালি করুন দ্রুত:*
– *Files by Google* অ্যাপ ব্যবহার করে Junk Files ও ডুপ্লিকেট ফাইল ডিলিট করুন।
→ এক ক্লিকে অনেক স্পেস খালি হবে।
---
*✅ এগুলো নিয়মিত ব্যবহার করলে ফোন হবে স্মার্ট, দ্রুত ও লম্বা সময় টিকবে!*
*– Trick Tips ব্লগ টিম*
Thanks.
ReplyDeleteHelpful post thanks
ReplyDelete