তৈরির উপকরণ:*  

- ময়দা – ১ কাপ  

- ডিম – ২টি  

- চিনি – ১/২ কাপ  

- তেল – ১/৪ কাপ  

- বেকিং পাউডার – ১ চা চামচ  

- দুধ – ১/২ কাপ  

- ভ্যানিলা এসেন্স – কয়েক ফোটা  


*🔥 প্রস্তুত প্রণালী:*  

1. ডিম ও চিনি ভালোভাবে ফেটিয়ে নিন।  

2. এর মধ্যে তেল ও দুধ মিশিয়ে দিন।  

3. ময়দা ও বেকিং পাউডার ছেঁকে দিন।  

4. সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে ব্যাটার তৈরি করুন।  

5. পছন্দের বেকিং মোল্ডে ব্যাটার ঢেলে প্রি-হিট করা ওভেনে ১৮০ ডিগ্রিতে ৪০-৪৫ মিনিট বেক করুন।  



*🎉 উপভোগ করুন ঘরে বানানো সুস্বাদু কেক!

Leave a Comment